October 6, 2025

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে উচ্ছ্বাসিত বলিউড অভিনেত্রী কঙ্গনা

সোমালিয়া ওয়েব নিউজ: মহারাষ্ট্রের সাতারা জেলার ছেলে শিণ্ডে সাতের দশকেই থানেতে চলে আসেন। কাজ করেছেন বিয়ার তৈরির সংস্থায়। পেটেয় দায়ে অটো চালিয়েছেন, মৎস্যজীবী হিসেবেও কাজ করেছেন, পরে আটের দশকে শিবসেনার যোগ দেন। বালাসাহেব ঠাকরেকেই নিজের জীবনের মূল মন্ত্র করে নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তা বজায় রেখেছেন। একনাথ শিণ্ডের জীবনকাহিনী যেন সিনেমার থেকে কোনও অংশে কম নয়। তবে এর পাশাপাশি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিন্ডেকে নিয়ে উচ্ছ্বাসিত বলিউড অভিনেত্রী কঙ্গনা। ২০২০ সালেই উদ্ধব ঠাকরেকে অভিশাপ দিয়েছিলেন, “আজ ঘর ভেঙেছে, কাল তোর অহঙ্কার ভাঙবে। সবই সময়ের খেলা।” হলও তাই। ২০২২ সালের জুন মাসে গদি-চ‍্যূত হলেন উদ্ধব। মহারাষ্ট্রের মসনদে বসলেন একনাথ শিণ্ডে। আর শিণ্ডের মুখ্যমন্ত্রীত্বে কঙ্গনার খুশি যেন আর ধরছে না। প্রসঙ্গত বছর দুয়েক ধরেই ঠাকরে পরিবারের সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ভাঙ্গে। একাধিকবার উদ্ধব প্রসঙ্গে কুকথা বলেছেন অভিনেত্রী। তাই মহারাষ্ট্রের মসনদ থেকে যখন ঠাকরে গদি-চ্যূত হলেন, তখন আনন্দে আত্মহারা হয়ে এক ভিডিও-ও শেয়ার করে ফেলেছেন তিনি। পাশাপাশি শিণ্ডেকে অভিবাদন জানাতেও ভোলেননি অভিনেত্রী।

Loading