সোমালিয়া ওয়েব নিউজ: দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ড্রোনের প্রথম সফল পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’-এ সফল পরীক্ষা করা হয় ওই আধুনিক হামলাকারী ড্রোনের। যার পোশাকি নাম, ‘অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটর’। দেশীয় সংস্থা ‘অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’-এর নকশায় তৈরি এই চালকহীন যুদ্ধবিমান জমির উপর থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে ডিআরডিওর একটি সূত্র জানাচ্ছে। পাশাপাশি, আকাশে শত্রু ড্রোনকে চিহ্নিত করে সেখানেই সেটিকে ধ্বংস করার প্রযুক্তিও এই নয়া ড্রোনের অন্তর্ভুক্ত করা যায় বলে ওই সূত্রের দাবি। ‘অভ্যাস’ নামে পরিচিত ওই ড্রোনের আগেও উত্ক্ষেপণ করেছে ডিআরডিও। বছর কয়েক আগে ওড়িশার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এর পুরনো সংস্করণটি পরীক্ষা করা হলেও সেইভাবে সফলতা মেলেনি। তবে এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন পরীক্ষা সফল হয়েছে।
![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে