সোমালিয়া ওয়েব নিউজ: সবে ডাঙ্কির শুটিং শুরু হয়েছে। প্রথম পর্বের কাজ কিছুটা মিটেছে। এর মধ্যেই শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে চরম উৎসাহ অনুরাগীদের। তবে
সেটে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ছবির শুটিং চলাকালীন ছবি ছাড়লেন, পরিচালক রাজকুমার হিরানির অন্যতম সঙ্গী তথা চিত্রগ্রাহক অমিত রায়। শাহরুখ খান, রাজকুমার হিরানি অবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডাঙ্কি‘। গত এপ্রিলে পরিচালকের সঙ্গে তৈরি ভিডিওর মাধ্যমে ছবির ঘোষণা করেন নায়ক-প্রযোজক শাহরুখ। তারপর শুরু হয় শুটিং। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অমিত জানান, ১৮-১৯ দিনের শুটিংয়ের পরই তিনি ছবি ছাড়েন। সৃজনশীল দিক থেকে মতপার্থক্য অর্থাৎ ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তবে শুরুতেই গোলযোগ ভাল চোখে দেখছে না নেটিজনেরা। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমা হলে ‘ডাঙ্কি’র মুক্তি পাওয়ার কথা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু এবং বোমন হিরানি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল