October 6, 2025

ফের সংবাদ মাধ্যমের শিরোনামে রিয়া চক্রবর্তী

সোমালিয়া ওয়েব নিউজ: বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনতেন রিয়া, আর তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে বলে অভিযোগ।   রিয়া-সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে খবর। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, ২০২০ সালে ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত-সহ একাধিক ব্যক্তির গাঁজা নিতেন রিয়া। এর জন্য টাকাও দিতেন তিনি।  সেই গাঁজা রিয়া দিতেন প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে। উল্লেখ্য, এর আগে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেছিলেন, রিয়ার কাছ থেকে কোনও মাদক উদ্ধার করতে পারেনি এনসিবি। কেবল মাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মামলা সাজানো হয়েছিল। শোনা যায়, প্রমাণের অভাবেই রিয়ার জামিন মঞ্জুর করেছিল বম্বে হাই কোর্ট। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবার বিশেষ NDPS আদালতে চার্জশিট পেশ করেছে। আর তাতেই ফের বিপাকে পড়তে পারেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। এমনটাই মনে করছেন অনেকে। দোষ প্রমাণিত হলে নাকি রিয়ার ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সবমিলিয়ে ফের বিপাকে রিয়া।

Loading