October 5, 2025

গুজরাটে প্রবল বৃষ্টিপাত, মৃত প্রায় ৫০

সোমালিয়া ওয়েব নিউজ: গুজরাট জুড়ে ব্যাপক বৃষ্টিপাত। আর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা প্রায় ৫০ জন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় ব্যাপক অসুবিধা হয়েছে শহরের বাসিন্দাদের। এই বিপর্যয়ের মধ্যে রাজকোটে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপরেই শহরের স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শহরের বন্যা দুর্গত পরিস্থিতি সামলাতে অজী-২ বাঁধের চারটি গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে। তার আগে বাঁধের নিকটবর্তী নিচু এলাকায় থাকা মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হবে নিরাপদ স্থানে বলে প্রশাসন জানিয়েছে। অপরদিকে রাজকোটের মতো আমদাবাদও বিধ্বস্ত বর্ষণে। আবহাওয়াবিদদের দাবি, গত পাঁচ বছরে এক দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এটি। দক্ষিণ ও মধ্য গুজরাতে গত ২৪ ঘণ্টায় প্রায় লাগাতার বৃষ্টিতে সূচনা হয়েছে বন্যা পরিস্থিতির। আগামী পাঁচ দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসন সূত্রে খবর, বৃষ্টিপাতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নবসারী, বলসাড, নর্মদা, ছোটা উদেপুর, পঞ্চমহল ও ডংগ জেলা। জরুরি ভিত্তিতে সেখানে পদক্ষেপ করা হচ্ছে। গুজরাটে ব্যাপক বৃষ্টিপাতের জেরে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হয়েছে।

Loading