সোমালিয়া সংবাদ, বর্ধমান: মাঝে মাঝে ছোটখাটো চুরির অভিযোগ আসছিল এবং গুসকরা বিট হাউসের পুলিশ আধিকারিকদের তৎপরতার জন্য দ্রুত চোর ধরাও পড়ছিল ঠিকই। কিন্তু তা সত্ত্বেও শহরবাসীদের মনে একটা আতঙ্ক থেকে গিয়েছিল। এবার শহরকে চোর মুক্ত করে শহরবাসীকে চোরের আতঙ্ক থেকে মুক্ত করার জন্য যৌথ উদ্যোগ নিল গুসকরা পৌর ও পুলিশ প্রশাসন। উভয় প্রশাসনের আলোচনা সাপেক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সহ প্রতিটি ওয়ার্ড সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এরজন্য মোটামুটি ১২৫ টি সিসি ক্যামেরার প্রয়োজন। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে ৭০ টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। উভয় প্রশাসনের আশা পুজোর আগেই বাকি ক্যামেরাগুলি ইনস্টল করা হয়ে যাবে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা পুলিশ প্রশাসন।সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য প্রয়োজন কম্পিউটার নিয়ন্ত্রিত কণ্ট্রোল রুম। গুসকরা বিট হাউসের সেই কণ্ট্রোল রুমের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। সেই সময় উপস্থিত ছিলেন ওসি অরুণ কুমার সোম সহ প্রতিটি পুলিশ আধিকারিক এবং পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক