সোমালিয়া সংবাদ, হুগলি: আজাদীর অমৃত মহোৎসবের অংশ হিসাবে ব্যান্ডেল আরপিএফ জওয়ানদের দ্বারা রান ফর ইউনিটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। ব্যান্ডেল আরপিএফ ইন্সপেক্টর রাজীব রাঠির নেতৃত্বে ব্যান্ডেল স্টেশন থেকে রান ফর ইউনিটি এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যান্ডেল আরপিএফের অফিসার ও জওয়ানরা অংশ নেন। ব্যান্ডেল স্টেশন হয়ে সাহেবগঞ্জ, মগরা রোড, মনসপুর ও দেবানন্দপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার দৌড়ে ব্যান্ডেলে অনুষ্ঠানটি শেষ হয়। মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত বিশ্বাসের উপস্থিতিতে রেলওয়ে পুলিশের সহকারী নিরাপত্তা কমিশনার RPF বিবেক ভার্মা রান ফর ইউনিটি (একতার জন্য দৌড়) ফ্ল্যাগ অফ করেন। রান ফর ইউনিটি রেস উপলক্ষে, ভারত মাতা কি জয় স্লোগান তুলেছিলেন সমস্ত মানুষ।
এ প্রসঙ্গে আরপিএফ ইন্সপেক্টর রাজীব রাঠির জানান, স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনতে একটি দৌড়ের আয়োজন করা হয়েছে। এর আওতায় রেলওয়ে সুরক্ষা বাহিনীতে উদযাপিত হচ্ছে অমৃত মহোৎসব। বাইক র্যালি, বৃক্ষরোপণ এবং অন্যান্য জন পরিষেবার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে, আরপিএফ কৈলাশ মুন্ডা, এস ঘোষ এবং কবিতা কুমারীকে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি