সোমালিয়া ওয়েব নিউজ: গত দু’ মাস ধরে স্পটলাইটের আড়ালে চলে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ১৬ জুলাই অভিনেত্রীর জন্মদিন। তবু তাঁর দেখা নেই! এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সত্যিই কি ক্যাটরিনা প্রেগন্যান্ট? গত ২৫ মে করণ জোহরের বার্থডে ব্যাশে উপস্থিত হয়েছিলেন ক্যাট। সাদা পোশাকে ওই পার্টিতে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। কিন্তু, বেশ কয়েক মাস হয়ে গেল প্যাপেদের মুখোমুখি হচ্ছেন না ক্যাটরিনা। পার্টি বা অ্যাওয়ার্ড শোতে একাই যাচ্ছেন ভিকি কৌশল। স্বাভাবিকভাবেই ক্যাটকে নিয়ে কৌতুহল বাড়ছে আম জনতার মনে। অনেকেই দাবি করছেন, আলিয়া ভাটের মতো ক্যাটরিনা কাইফও প্রেগন্যান্ট। আর সেই কারণেই ক্যামেরার সামনে আসছেন না তিনি। কিছুজন আবার দাবি করেছেন, ক্যাটরিনা এবং ভিকির সম্পর্কে চিড় ধরেছে। তাঁরা নাকি ডিভোর্সও করতে পারেন। তবে বেশিরভাগ নেটিজেনের বিশ্বাস, মা হতে চলেছেন অভিনেত্রী। ঘটনা যাই ঘটুক ইতিমধ্যেই ক্যাটরিনাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল