সোমালিয়া ওয়েব নিউজ: ১৮ জুলাই বিকাল ৫টায় শেষ হয় ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি বাছাইয়ের নির্বাচন। সারা দেশে সাংসদ এবং বিধায়করা বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা এবং এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন। রাষ্ট্রপতি নির্বাচন সর্বত্র শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল তথা মুখ্য রিটার্নিং অফিসার পিসি মোদি। সূত্রের দাবি, বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক এবং সমাজবাদী পার্টির বিধায়করা দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছেন। জানা গিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পিসি মোদি বলেছেন, সংসদে মোট ভোট পড়েছে ৯৯.১৮ শতাংশ। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমোদিত ৭৩৬ জন নির্বাচকের মধ্যে ৭৩০ জন ভোট দিয়েছেন। প্রসঙ্গত উল্লখ্য, সংসদে ভোট দেওয়ার অনুমতি ছিল দুই কক্ষের মোট ৭২৭ জন সাংসদের। ৯ জন বিধায়ক সংসদে ভোটদানের বিশেষ অনুমতি নিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই ভোট দিয়েছেন। তবে সাংসদদের মধ্যে ভোট দেননি ৬ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ৬০০ জন ভোটদান করেন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর