সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্রের ধারে চলছিল বিয়েবাড়ি। হঠাৎ বিরাট ঢেউ আছড়ে পড়ল। সমুদ্রের ধারে একটি রিসর্টের লনে বিয়ের আয়োজন করা হয়েছিল। অতিথি-অভ্যাগতরা সকলে এসে হাজির।
খাওয়া-দাওয়া চলছিল। আর সমুদ্রের রূপ উপভোগ করছিলেন অতিথিরা। এক এক করে ঢেউ এসে রিসর্টের গার্ডওয়ালে আছড়ে পড়ছিল। হঠাৎই একটি বিশাল ঢেউ রিসর্টের দেওয়াল টপকে অনুষ্ঠানের মধ্যে আছড়ে পড়ল। সবাই ভয়ে এদিক-ওদিক ছিটকে গেলেন। জলের তোড়ে চেয়ার, টেবিল, খাবার সব উল্টে গিয়েছিল। ওই ঢেউয়ের পরে আবারও একটা বড় ঢেউ আছড়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হাওয়াইয়ের ‘বিগ আইল্যান্ড’-এ। এই দ্বীপের কাইলুয়া-কোনায় হুলিহি প্যালেসে বিয়ের অনুষ্ঠান চলছিল। ঘূর্ণিঝড় ‘ডার্বি’র আতঙ্কের মধ্যেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই দম্পতি। ভয় ছিল ডার্বি-র কারণে হয়তো বিয়ে ভেস্তে যাবে। ডার্বি আছড়ে পড়েনি ঠিকই, কিন্তু তার জেরে সমুদ্র উত্তাল হয়েছিল। ডার্বি আপাত স্বস্তি দিলেও তার জেরে সমুদ্রের উত্তাল ঢেউ যে বিয়ের আসরে আছড়ে পড়বে এটা কল্পনা করতে পারেননি কেউই। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু