October 6, 2025

২১ শে জুলাইয়ের জন্য প্রচারে সক্রিয় আউসগ্রামের বিধায়ক

সোমালিয়া সংবাদ, বীরভূম: অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে বেশ কিছুটা নিষ্প্রভ দ্যাখা যাচ্ছে বীরভূম তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ অনুব্রত মণ্ডলকে। যতই তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক সৃষ্টি করুক না কেন তাঁর উপস্থিতি যে নেতা-কর্মীদের মনে এনার্জেটিক টনিকের মত কাজ করে সেটা কেউই অস্বীকার করতে পারবে না। এদিকে নিজের শরীরও ঠিক নেই। তবুও তো বসে থাকার উপায় নেই। কারণ দু’বছর পর ভার্চুয়াল জগতের পরিবর্তে লক্ষ লক্ষ তৃণমূল সমর্থকদের উপস্থিতিতে পালিত হতে চলেছে ঐতিহাসিক ‘২১ শে জুলাই’। তাঁর নির্দেশ মতো নিজের অসুস্থ শরীর নিয়েও সর্বাত্মক প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ‘ডাকলেই পাওয়া যায়’ আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থাণ্ডারকে। বিধানসভার অধিবেশন শেষ করেই তিনি হাজির নিজের বিধানসভা এলাকায়। আউসগ্রাম ১ নং ব্লক সভাপতি সেখ সালেক রহমান এবং দুই কার্যকরী সভাপতি অরূপ সরকার ও প্রশান্ত গোস্বামীকে সঙ্গে নিয়ে কার্যত চষে ফেলেছেন ব্লকের প্রতিটি অঞ্চল। একই দৃশ্য দ্যাখা যায় আউসগ্রাম ২ নং ব্লকে। সেখানে সঙ্গী ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ এবং দুই কার্যকরী সভাপতি সেখ লালন ও অরূপ মিদ্দা। এছাড়াও সঙ্গে থাকছে প্রতিটি অঞ্চলের সভাপতি, বুথ সভাপতি সহ অন্যান্য পদাধিকারী ও অসংখ্য কর্মী। লক্ষ্য একটাই নিজ বিধানসভা ক্ষেত্রের প্রতিটি অঞ্চল থেকে অসংখ্য কর্মীদের নিয়ে ধর্মতলায় আয়োজিত ২১ শে জুলাইয়ের সভায় উপস্থিত হওয়া। এই এলাকা থেকে সেদিন প্রচুর মানুষ ধর্মতলায় যাবে সেটা প্রতিটি অঞ্চলের সভায় কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Loading