সোমালিয়া ওয়েব নিউজ: একেবারে অন্য অবতারে দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। পরনে পাইলটের পোশাক। যুদ্ধবিমানের ককপিটে বসে আকাশ চষে বেড়ালেন বরিস। ১০ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ‘টাইফুন’ যুদ্ধবিমানের ককপিটে বসে রয়েছেন বরিস। যুদ্ধবিমানে আকাশপথে উড়তে উড়তেই নিজস্বী ভিডিও তুললেন তিনি। জানা গিয়েছে, গত সপ্তাহে লিংকনশায়ার রয়্যাল বায়ুসেনা ঘাঁটিতে টাইফুন যুদ্ধবিমানের প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই সময়ই ওই যুদ্ধবিমানে বরিসকে চড়িয়ে ঘুরে দেখানো হয়। ভিডিওয় দেখা গিয়েছে, বরিসের যুদ্ধবিমানের পাশে অন্য যুদ্ধবিমানের পাইলটদের দিকে তাকিয়ে ‘থাম্বস আপ’ করছেন তিনি। টাইফুন’ যুদ্ধবিমানের ককপিটে বসে রয়েছেন বরিস। যুদ্ধবিমানে উড়তে উড়তেই নিজস্বী ভিডিও তুললেন তিনি। একেবারে অন্য ভুমিকায় বরিস। এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই শোরগোল পড়ে যায় লন্ডন জুড়ে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু