সোমালিয়া সংবাদ, কলকাতা: এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর ধরপাকড় শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার আটক করা হল মন্ত্রীর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে যান ইডি আধিকারিকরা। নিউ ব্যারাকপুরের এই বাড়িতে এক দফা জেরা করার পর, রাতে ফের জেরা করতে যান আধিকারিকরা। সব মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা চলে জেরা। বেশ কিছু নথি ও ডিভাইস পাওয়া যায় বলে খবর। তার পরেই শনিবার সকালে খবর পাওয়া যায়, সুকান্তকে আটক করা হয়েছে। শুক্রবার থেকে টানা জেরার পর এদিন ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন। এদিকে ২১ কোটি টাকা, গয়না উদ্ধারের পর হিসাব বহির্ভূত সম্পত্তির সুদত্তর না থাকায় পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়। শেষ খবর পাওয়া পযন্ত পার্থ চট্টোপাধ্যায়ের দুই দিনের ইডি হেফাজত হয়েছে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন