সোমালিয়া ওয়েব নিউজ: সংসদ সভায় স্মৃতি ইরানিকে ধমক দিলেন সোনিয়া গান্ধি। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে বিতর্কে জড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে সংসদে স্মৃতি ইরানির সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে । প্রকাশ্যেই সোনিয়াকে বলতে শোনা গেল, ‘আমার সঙ্গে কথা বলবেন না!’
সোনিয়া গান্ধিকে ইডির জেরার প্রতিবাদে ধরনায় বসেছিলেন অধীর চৌধুরী-সহ কংগ্রেস সাংসদরা। সেসময় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অধীর চৌধুরী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে ‘রাষ্ট্রপত্নী’ বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নেমে যান স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘সোনিয়া গান্ধি দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী।’ স্মৃতির দাবি, এহেন মন্তব্যের জন্য অধীর ও সোনিয়া, দু’জনকেই দ্রুত ক্ষমা চাইতে হবে।
এরপরই লোকসভার এদিনের অধিবেশন স্থগিত ঘোষণা করে দেন স্পিকার। এরপরই সোনিয়াকে দেখা যায় কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করতে। কিন্তু আচমকাই তিনি ফিরে আসেন। স্লোগান দিতে থাকা বিজেপি সাংসদদের দিকে এগিয়ে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন কংগ্রেস সাংসদ। সোজাসুজি বিজেপি সাংসদ রমা দেবীর কাছে সোনিয়া জানতে চেয়েছিলেন, ‘অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তাহলে আমাকে কেন এর মধ্যে টানা হচ্ছে?’ সূত্রানুসারে জানা যাচ্ছে, এরপরই স্মৃতি ইরানি সেখানে গিয়ে বলেন, ‘ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমিই আপনার নাম নিয়েছিলাম।’ তাঁর কথা শুনেই ক্ষুব্ধ ভঙ্গিতে সোনিয়া তাঁর দিকে তাকিয়ে সটান বলেন, ‘আমার সঙ্গে কথা বলবেন না।’ এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় রাজনৈতিক মহল।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে