October 6, 2025

পূর্ব মেদিনীপুরে মহরম উৎসব উপলক্ষ্যে থানা ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সভা

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার মহরম উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল সভা ।এদিন কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি ও মারিশদা থানার আয়োজনে আগামী ৯ই আগষ্ট মহরম উৎসব উপলক্ষে পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত মহরম উৎসব কমিটিদের নিয়ে প্রশাসনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মিতারানী সাউ, সভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতি, বিকাশ চন্দ্র বেজ, সহকারি সভাপতি কাঁথি তিন পঞ্চায়েত সমিতি, নেহাল আহামেদ, B.D.O কাঁথি তিন ব্লক, রাজু কুন্ডু, বড়বাবু মারিশদা থানা ও সমস্ত পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন মূলত আলোচনা হয় আগামী মহরম উৎসবে যাতে সুষ্ঠ ভাবে পালিত হয় এবং কোথায় কোথায় উৎসবের দিন প্রশাসনিক তদারকি ও ক্যাম্প থাকবে পঞ্চায়েত সমিতি থেকে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয় । কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ বলেন, যে কোন ধর্মের উৎসব মানে আনন্দের। তাই উৎসব যাতে আনন্দে পালিত হয় সে ব্যাপারে প্রশাসন সব রকমের ব্যবস্থা করবে ।

Loading