সোমালিয়া ওয়েব নিউজ: সঞ্জয় মালিক নামের এক ব্যবসায়ীকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের সিআইডি। তাকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে তোলা হয়। কয়লা পাচার কাণ্ডে দিন কয়েক আগেই কলকাতা থেকে আধুল বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল সিআইডি গোয়েন্দারা। সেই বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালিয়ে এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি সূত্রে খবর।
জানা গিয়েছে, রবিবার হরিয়ানার বাহামগড় থানার কামারপুরে একটি ফার্মহাউসে অভিযান চালিয়ে ব্যবসায়ী সঞ্জয় মালিককে গ্রেপ্তার করেছে সিআইডি অফিসাররা। সূত্রের খবর, বারিক বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরেই দিল্লির প্রীতমপুরার বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় মালিক গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রেপ্তারের পর হরিয়ানার একটি আদালতে তুলে দু’দিনের ট্রানজিট রিমান্ডে সঞ্জয় মালিককে কলকাতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কলকাতা থেকে আসানসোল আদালতে তোলা হয়। সিআইডি সঞ্জয়কে ১২ দিনের জন্য নিজেদের হেপাজতে চাওয়ার আবেদন করে।সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোলে বিভিন্ন খনি থেকে অবৈধভাবে কয়লা পাচারের সঙ্গে যোগ আছে ধৃত ব্যবসায়ীর।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক