October 6, 2025

চটির পর অনুগামীর প্রণাম ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে

সোমালিয়া ওয়েব নিউজ: জোকা ইএসআই হাসপাতালে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে চটি ছুড়েছিলেন এক গৃহবধূ। আদালতে প্রাক্তন মন্ত্রীকে প্রণাম করতে এলেন এক অনুগামী। প্রণামের পর পার্থ বললেন, ‘তোরা ভালো থাকিস।’
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ উদ্ধার করেছে ইডি। মিলেছে গয়না, সম্পত্তি, একাধিক কোম্পানির হদিশ।এই সমস্ত খবর প্রকাশ্যে আসতেই জনতার বিরাগভাজন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ লোকের থেকে চাকরির নামে টাকা নিয়েই তিনি ফুলে-ফেঁপে ঢোল।এজলাস থেকে লক আপে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করেন উত্তরপাড়ার তৃণমূল নেতা দেবনাথ রায়। বলেন, ‘ভেঙে পড়বে না দাদা। আমরা আছি তোমার সাথে। নিশ্চিন্তে থাকো। কিচ্ছু হবে না।’ এর পর লিফটে ওঠার সময় ছল ছল চোখে পার্থ বলেন, ‘তোরা ভালো থাকিস।’ পার্থর সঙ্গে সাক্ষাৎ সেরে লক আপের বাইরে বেরিয়ে দেবনাথবাবু দু’চোখ হাত দিয়ে চেপে বেশ কিছুক্ষণ বসে থাকেন। তার পর বলেন, ‘আমরা প্রথম দিন থেকে তৃণমূল করি। দিদি দল তৈরি করেছেন এটা যেমন সত্যি তেমন পার্থ দা, বক্সিদার অবদানও ভোলা যাবে না।

Loading