সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে মৃত এক পর্যটক। মৃত পর্যটকের নাম কল্যাণ দাস বয়স ৪৮, বাড়ি ৩২ কেপি রায় লেন থানা চারু মার্কেট কলকাতা । বন্ধুবান্ধবদের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন। সকালে ওল্ড দিঘা সি হক গোলার ঘাটে অন্যান্য বন্ধুবান্ধবরা যখন গাড়োয়ালের উপরে বসে ছিলেন তখন কল্যাণ বাবু একাই সমুদ্রস্নানে নেমে যান। বেশ কিছুক্ষণ ধরে তাকে খুঁজে না পাওয়ায় পরিবার লোকজন মিলে সমুদ্রে কর্মরত ডিসাস্টার ম্যানেজমেন্ট এর কর্মী নুলিয়াদের খবর দেয়, নুলিয়ারা সঙ্গে সঙ্গে সমুদ্রে নেমে খোজ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে সমুদ্রের জল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কল্যাণ তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে ।যদিও তিনি অবিবাহিত। দীঘা থানার বড়বাবু বুদ্ধদেব মাল বলেন দীঘা থানা ও প্রশাসনের পক্ষে বার বার প্রচার ও পর্যটক দের সতর্কতা করা হচ্ছে, যাতে সমুদ্রে স্নান করার সময় সতর্কতা অবলম্বন করেন কিন্তু পর্যটক দের খাম খেয়ালিপনার জন্য সমুদ্রের জলে জীবন বিপন্ন হচ্ছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক