সোমালিয়া ওয়েব নিউজ: প্রেসিডেন্সি সংশোধনাগারে বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন সাধারন বন্দিদের মতোই। ইডি হেপাজতে তাঁর একটা ছোট খাট মিলেছিল। প্রেসিডেন্সিতে তাঁকে শুতে হল মাটিতেই কম্বল পেতে শুতে হচ্ছে। ইডির বিশেষ আদালত এসএসসি দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেপাজতের নির্দেশ দিয়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কারা দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল, সাধারণ বন্দির মতোই আচরণ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে। জেলের পয়লা ২২ নম্বর ওয়ার্ডের সেল-২ তে রাখা হয়েছে পার্থকে। সেটিকে আগে থেকেই পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল।ইডি সূত্রে খবর, জেলে কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি পার্থকে। যে দু’নম্বর সেলে পার্থকে রাখা হয়েছে, সেখানে কোনও চেয়ার বা খাট নেই। রাতে মেঝেতেই কম্বল পেতে শুতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। জেলের নিয়মানুসারে মোট চারটি কম্বল দেওয়া হয়েছে তাঁকে। এগুলো মেঝেতে পেতেই রোজ শুতে হবে এবং এগুলিকেই বালিশ হিসাবে ব্যবহার করতে হবে। তবে এই সেলে কমোড রয়েছে। রাতে পেয়েছেন মিনারেল ওয়াটারের বোতল। আর সকালে প্রাতরাশে ছিল অন্যান্য বন্দিদের মতোই চা আর বাটার টোস্ট। যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চান, তাহলে সেই ব্যবস্থা থাকছে। পরিবারের কেউ এসে খাবার দিতে চাইলে দিতে পারেন, দিতে পারেন পোশাকও। এর বাইরে আর কোনও সুবিধা আপাতত পাবেন না পার্থ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক