October 6, 2025

হরিনা নওজোয়ান সংঘের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠান

সোমালিয়া ওয়েব নিউজ: সারা রাজ্য জুড়েই পালিত হচ্ছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস।যথাযথ মর্যাদার সাথে কবি গুরুকে শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবি সংস্থা থেকে শুরু করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি।সেই মতো,উত্তর কাঁথি কেন্দ্রের অন্তর্গত হরিনা নওজোয়ান সংঘের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহকারী সভাপতি তথা নওজোয়ান সংঘের সম্পাদক বিকাশ চন্দ্র বেজ , কাঁথি তিন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা নওজোয়ান সংঘের সদস্য শ্যামল দাস সহ ঐ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য রাইকমল মণ্ডল, কালিপদ দোলাই, রাজকুমার দাস, প্রদীপ দাস,গৌরহরি পড়্যা, সোমা করণ সহ অন্যান্য সদস্য বৃন্দ।এদিন কবিগুরুর প্রয়াণ দিবসে সকলে শ্রদ্ধাঞ্জলি দেন এবং কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ বলেন কবিগুরু ছিলেন ভারতের এক পথিক, তিনি বাংলা তথা বাঙালির আবেগ কে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন ।

Loading