October 6, 2025

ক্যাটরিনা কাইফের নতুন ছবি আসছে মেরি ক্রিসমাস, উন্মাদনা অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: ‘মেরি ক্রিসমাস’ ছবির শ্যুটিং চলছিল পরিচালক লভ রঞ্জনের সেটের পাশে। দিন কয়েক আগে লভ রঞ্জন পরিচালিত, রণবীর কপূরও শ্রদ্ধা কপূর অভিনীত ছবির সেটে আগুন লেগে যায়। চিত্রকূট স্টুডিওর দুর্ঘটনায় প্রাণও যায় এক ব্যক্তির। আর তার ঠিক পাশের সেটেই চলছি ‘মেরি ক্রিসমাস’ ছবির শ্যুটিং।এই দুর্ঘটনার পর, ‘মেরি ক্রিসমাস’ ছবির প্রযোজক রমেশ তুরানি সিদ্ধান্ত নিয়েছেন যে চিত্রকূট স্টুডিও থেকে সরে অন্যত্র হবে ছবির শ্যুটিং। তিনি জানিয়েছেন যে দমকল ও পুলিশ আধিকারিকেরা এই স্টুডিওটা পুরোপুরি সিল করে দিয়েছে। ফলে সেখান থেকে তাঁরা সেট ভেঙে ফেলেছেন। এবার অন্য স্টুডিওয় হবে শ্যুটিং। ছবির বাকি অংশের শ্যুটিং হবে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওয়। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধবেন ক্যাটরিনা ও বিজয়। ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয় ছবির শ্যুটিং। ছবির কথা ঘোষণা করে ক্যাটরিনা লেখেন, ‘আমি সবসময়েই শ্রীরাম স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। থ্রিলারের বর্ণনার ক্ষেত্রে তিনি মাস্টার এবং তাঁর দ্বারা পরিচালিত হওয়া সম্মানের বিষয়।’ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিনয় পাঠককে।ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল ‘সূর্যবংশী’ ছবিতে। এছাড়া ‘ফোন ভূত’ ছবিতেও তাঁকে দেখা যাবে।তবে মেরি ক্রিসমাস ছবি ও ক্যাটরিনা কাইফকে নিয়ে বিনোদন জগতে উন্মাদনা দেখা দিয়েছে।

Loading