সোমালিয়া ওয়েব নিউজ: সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ তম মহোৎসব, আর তারই সাথে দীঘাও সামিল এই মহোৎসবে। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরের নিম্নচাপ। দীঘা সমুদ্রের জল একটা গভীর আকার ধারণ করেছিল। তবুও দীঘা তে কমেনি টুরিস্টদের ভিড়। সমুদ্রের জলের উচ্ছ্বসের জেরে বন্ধ ছিল সমুদ্রস্নান। তবে টুরিস্টের সংখ্যা কমেনি আর এবার লাগাতার তিন দিনের সরকারি ছুটিতে দীঘা থেকে মন্দারমণি, তাজপুর সব সৌকতেই মানুষের উপচে পড়া ভিড় । গত দু বছর মানূষ করোনার প্রকোপে নিজেদের বাড়িতে উদযাপন করে স্বাধীনতা দিবস। কিন্তু এবছর করোনা নিয়মের শিথিলতা আবার মানুষ দীঘা মুখী হয়েছেন। এদিন দীঘার বহু হোটেল ম্যানেজার ও মালিক কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে, দীঘাতে প্রচুর মানুষ এসেছেন আর বেশির ভাগ হোটেল ভর্তি।তাই দিন দিন দীঘাতে হোটেলের সংখ্যা টা বাড়লেও এখনো ভরা সময়ে দীঘাতে রুম পাওয়াটা নাগালের বাহিরে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন