October 6, 2025

ভারতের সঙ্গে পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজ: পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানালেন কাশ্মীর সমস্যা সমাধানে যুদ্ধ কোনও পথ নয়।আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময়ে শাহবাজ় বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি বজায় রাখতে চায়। এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রপুঞ্জে পাশ হওয়া প্রস্তাব মেনে কাশ্মীর সমস্যার সমাধান হওয়া জরুরি।পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, পাকিস্তান আগ্রাসী নয়। পাকিস্তানের বিরুদ্ধে হামলা রুখতেই পাক সামরিক বাহিনী ও পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। পাক সীমান্ত রক্ষার জন্যই সামরিক খাতে খরচ করে পাকিস্তান। আগ্রাসী মনোভাব নেওয়ার জন্য নয়।শাহবাজ়ের মতে,পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়। দু’দেশের জন্যই যুদ্ধ কোনও পথ হতে পারে না। ভারতও বারবার পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে। কিন্তু কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে পাক মদত না থামলে আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করে না দিল্লি। পাশাপাশি গোটা জম্মু-কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি।এখন দেখার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা কতটা বাস্তবায়িত হয়।

Loading