October 5, 2025

ধৃত সন্দেহভাজন আল কায়েদা জঙ্গির গ্রামের বাড়িতে তল্লাশী এসটিএফের,ষ

সোমালিয়া ওয়েব নিউজ: সন্দেহ ভাজন আলকায়দা জঙ্গি কাজী এহসান উল্লাহের বাবা কাজী সফিউল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে আরামবাগের সামতা গ্রামে এলেন এসটিএফের তদন্তকারী দল।রবিবার সন্ধ্যার ঠিক একটু আগে চারটি গাড়ি করে চার আধিকারিক সহ মোট কুড়ি জনের একটি প্রতিনিধি দল আসেন এদিন। আরামবাগ গড়ের ঘাট রুট ধরে ধামসা পিসিসেন স্কুলের পাশ দিয়ে খানাকুল গামী রাস্তার উপর গাড়ি গুলি রেখে কড়া নিরাপত্তার বলয়ে জঙ্গি সন্দেহে আহসান উল্লাহকে গাড়ি মধ্যে রেখে তারা ধীরে ধীরে গ্রামে ঢোকেন।বাড়িতে হাজির হতে পুরোপুরি অন্ধকার হয়ে যায়।আর এস টি এফের প্রতিনিধি দল গ্রামে ঢোকার খবর চালু হতেই গোটা গ্রাম যেন নিস্তব্ধতায় ডুবে যায়।গড়ের ঘাট রুটের সামতা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে সমস্ত দোকান পাট রয়েছে সেই সব দোকানদার ও তার আশে পাশে থাকা মানুষ জন সকলেই যেন একটা ভয়ে আতংকে আতংকিত হয়ে যান।রোজকার যে ভিড় বা জমায়েত হয় বিকালের পর সেই ভিড় এদিন ছিল না।এস টি এফের প্রতিনিধি দল চলে যাবার পর এহসানের বাবা কাজি সফিউল্লাহ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমাকে জিজ্ঞাসা বাদ করেছেন। নাম ঠিকানা,আমি কি করি না করি এসবই জিজ্ঞাসা করেন ওনারা। এর পরে আমার সব কটা ঘরই তল্লাশি চালান তারা। কিন্তু কোন কিছুই পান নি তারা। এর পরেই ওনারা চলে যান।
তবে শেষ মুহুর্তে এলাকায় আসেন আরামবাগের এস ডি পিও অভিষেক মন্ডল। জিজ্ঞাসা বাদ শেষে দুই আধিকারিক নিয়ে এস ডিপিও স্থান ত্যাগ করেন।

Loading