October 5, 2025

দ্বিতীয় ‘পুষ্পা’ আসতে চলেছে,আর তা নিয়েই উন্মাদনা ভক্তদের

সোমালিয়া ওয়েব নিউজ: শেষমেশ জল্পনায় ইতি টেনে ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ আসছে। জানা গিয়েছে, তারই শ্যুটিং শুরু হচ্ছে ২২ অগস্ট থেকে। প্রথম দিন পুজো সেরে কাজে হাত দিচ্ছেন পরিচালক সুকুমার। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে আবারও একসঙ্গে দেখা যাবে। এই ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষনা করলেন পরিচালক। ক্যাপশনে লেখা, ‘পুষ্পার রাজ ফিরে আসছে। এই হল শাসন করার সময়। ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পুজো করে।জানা গিয়েছে, গত ২৯ জুলাই, অল্লু অর্জুন একটি লুক ভাগ করে নিয়েছিলেন। তাঁর হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। সেই দেখে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন, ‘পুষ্পা: দ্য রুল’-এর ঝলক নয় তো? পরে জানা গেল তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দু’রকম সাজে দেখা যাবে নায়ককে। বেশ কিছু ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবমিলিয়ে ইতিমধ্যে পুষ্পার দ্বিতীয় পেক্ষাপট নিয়ে কৌতূহলী অনুরাগীরা।

Loading