October 5, 2025

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করলো আদালত

সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নামে মামলা হওয়ার পর ইমরান খানকে আটক করা হতে পারে এমন খবর ছড়িয়ে পরার পর ইমরানের বাড়ি বানি গালায় জড়ো হতে থাকেন তাঁর সমর্থকরা। এমন উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের জন্য আগাম জামিনের আবেদন করেন তাঁর দল পিটিআইয়ের আইনজীবি ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান। তাঁদের আবেদনের প্রেক্ষিতে ইমরান খানকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত তিন দিনের আগাম জামিন দিয়েছেন আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু এটি একটি সন্ত্রাস বিরোধী মামলা, ফলে সন্ত্রাস বিরোধী আদালতে আগামী ২৫ আগস্ট তাকে উপস্থিত হতে হবে। সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে আটক করার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে লিখিত অনুমোদন চেয়েছেন।তবে প্রেসিডেন্ট আরিফ আলফি গ্রেফতারের ব্যাপারে হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইমরান খানকে আটক করা হয় তাহলে রাজনৈতিক পরিস্থিত অস্থিতিশীল হয়ে যাবে।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কোট জামিন মঞ্জুর করায় স্বস্তিতে ইমরানের সমর্থকরা।

Loading