সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু ও কশ্মীরের সীমান্তে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে ভারতে আসা লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে পাকড়াও করল ভারতীয় জওয়ানরা। বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলায় সীমান্ত লাগোয়া সেখরি বাজার থেকে ওই জঙ্গিকে আটক করা হয়। ওই জঙ্গির নাম তাবরাক হুসেন। তাকে আত্মঘাতী বিস্ফোরণের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করানো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিস। ভারতীয় সেনা তাকে ধাওয়া করার পর সে পাকিস্তানে পালানোর চেষ্টাও করে বলে অভিযোগ। তাকে আটকাতে জওয়ানরা তার দিকে গুলি ছোঁড়ে। গুলির আঘাতে সে ধরাশায়ী হয়। জখম অবস্থায় ওই জঙ্গিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃত জঙ্গি এর আগে ২০১৬ সালে বোমা লাগানোর সময় একবার ধরা পড়েছিল। আাবারও ২৬ মাস পর তাকে পাকিস্তানে ফেরৎ পাঠানো হয়। জেরার মুখে সে শিকার করেছে, আইএসআই তাকে ব্যবহার করতে চেয়েছিল। লস্করের হয়ে এক আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ছিল তার।সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর