October 5, 2025

কংগ্রেসের পরবর্তী সভাপতি কে, তা নিয়ে জল্পনা

সোমালিয়া ওয়েব নিউজ: গুলাম নবি আজাদের পদত্যাগের আবহে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাহুল গাঁধী সভাপতি পদপ্রার্থী হতে চান না বলে জানিয়ে দিয়েছেন। যদিও এবারও তাঁকে রাজি করানোর জন্য সব রকমের প্রয়াসই জারি রয়েছে। এদিকে সময়ে নির্বাচন শেষ করতে চাইছে সেন্ট্রাল ইলেকশন অথরিটি।এর পাশাপাশি ‘কাঁটার’ মতো বিঁধে রয়েছে গুলাম নবি আজাদের পদত্যাগও। তিনি অভিযোগ করেছেন, এখনকার নেতৃত্বের অধীনে কংগ্রেস যাবতীয় ইচ্ছা ও ক্ষমতা হারিয়ে ফেলেছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় এই নেতার মতে, জাতীয় স্তরে বিজেপির কাছে রাজনৈতিক জমি খুইয়েছে কংগ্রেস।পাশাপাশি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির কাছেও কংগ্রেস জমি হারিয়েছে বলে তাঁর অভিযোগ।উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর থেকে রাহুল গাঁধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি গ্রহণ করতে চলেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে সেই যাত্রা শুরু হবে। ১৪৮ দিনের এই কর্মসূচি কাশ্মীরে গিয়ে শেষ হবে। ৫ মাসের এই যাত্রাপথে সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা ও ১২টি রাজ্যকে অতিক্রম করবে কংগ্রেস। প্রতিদিন ২৫ কিলোমিটার করে হবে যাত্রা।এই পরিস্থিতি কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলেরই অন্দর মহলে।

Loading