সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় পরে সম্প্রতি দ্বিতীয় রেলস্টেশন পেল ওই রাজ্য। নাগাল্যান্ডে এতদিন যাবৎ একটিই রেলস্টেশন ছিল। যেটির নাম ছিল ডিমাপুর রেলওয়ে স্টেশন। ১৯০৩ সালে চালু হওয়া এই স্টেশনটির মাধ্যমেই দেশের পূর্ব প্রান্তের রাজ্যটির সাথে যোগাযোগ চলত। এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে টুইট করে জানান যে, “নাগাল্যান্ডের জন্য আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। আজ আমাদের রাজ্য একশো বছরেরও বেশি সময় পর ধানসারি-শোখুভি লাইন দ্বিতীয় রেলস্টেশন পেল।” পাশাপাশি, তিনি আরও জানান, “দোন্যি পোলো এক্সপ্রেস এই বার থেকে শোখুভি স্টেশনেও চলবে। যার ফলে নাগাল্যান্ড ও মণিপুরের যাত্রীরা গুয়াহাটি যাওয়ার জন্য একটি বিকল্প পথ পাবেন।প্রসঙ্গত উল্লেখ্য, নাগাল্যান্ডের মতো পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা সবসময়ই প্রশ্নের মুখে রয়েছে। এমনকি, রেলের কাজের জন্য জমি পেতেও সমস্যা হয়। শোখুভি স্টেশন তৈরির কাজও অনেক দিন ধরেই চলছিল। মূলত, প্রয়োজনীয় জমি পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তবে, শেষ পর্যন্ত এই স্টেশন শুরু হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় মানুষ।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর