October 6, 2025

এগরা মহকুমার জলবন্দী মানুষজনদের পথ অবরোধ এবং মহকুমা শাসক ও সেচ দপ্তরে বিক্ষোভ

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমায় সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যা সমাধানে দুবদা ও বারচৌকা বেসিন এর পূর্ণাঙ্গ রূপায়ণের ১১ দফা দাবিতে এগরার মহকুমার সেচ দপ্তর ও মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি রূপায়িত হয়। এগরা মহকুমার বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটি এবং দুবদা ও বারচৌকা বেসিন সংস্কার কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রায় দুই শতাধিক মা-বোন সহ জলবন্দী এলাকার মানুষজন ওই কর্মসূচিতে সামিল হন এবং ব্যস্ততম এগরা – বাজকুল রাজ্য সড়ক প্রায় কুড়ি মিনিট প্রতীকী পথ অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। কর্মসূচিতে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউ। মহকুমা শাসক সম্রাট মন্ডল ও সেচ দপ্তরের দুই জুনিয়র ইঞ্জিনিয়ার স্মারকলিপি গ্রহণ করেন।

Loading