সোমালিয়া ওয়েব নিউজ: চিলি উত্তর অংশে আটাকামা বিশ্বের প্রাচীনতম এবং শুষ্কতম মরুভূমি ৷ তবে আমরা অনেকেই জানি না প্রকৃতির খেয়ালে এই শুষ্ক জনবিরল মরুভূমিই জেগে ওঠে রংবাহারি ফুলের সাজে ৷ বিস্ময়কর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দ ৷ মরুর বুকে ফুলের ছবি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা ৷ বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, সাধারণত প্রচুর ও আশাতীত বৃষ্টিপাতের ফলেই এই ঘটনা ঘটে ৷ প্রকৃতির বিস্ময় এই ঘটনাকে বলা হয় ‘ডেসিয়ের্তো ফ্লোরিডো’ অর্থাৎ ফ্লাওয়ারিং ডেজার্ট বা মরুভূমিতে ফুলের এই পোস্টে আইএফএস আধিকারিক সুশান্ত লিখেছেন, ‘‘চিলির আটাকামা মরুভূমি বিশ্বের শুষ্কতম স্থান বলে পরিচিত ৷ প্রতি বছর এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ৷ এখানে এমনও কিছু আবহাওয়া অঞ্চল আছে, যেখানে কোনওদিন বৃষ্টির রেকর্ডই হয়নি৷ কিন্তু যখন আটাকামা মরুতে বৃষ্টি হয়, তখন ফুলের সাজে রূপকথার দেশের মতো দেখতে লাগে ৷সুশান্ত নন্দর শেয়ার করা এই ছবিতে অগণিত মন্তব্য এসেছে ৷এই ঘটনায় হতবাক নেটপাড়া।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু