October 5, 2025

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর ঘিরে কৌতূহল বিশেষজ্ঞ মহলের

সোমালিয়া ওয়েব নিউজ ভারত-বাংলাদেশ সম্পর্কে সোনালি অধ্যায় চলছে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী থেকে বিশেষজ্ঞ মহল। কূটনীতিকরাও সে কথাই বলে থাকেন। হাসিনার আসন্ন সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের সেই অধ্যায়কে আরও বিস্তৃত করতে দু’দেশই সক্রিয়। বাণিজ্য, প্রতিরক্ষা, যোগাযোগ, শক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তিপত্র সই হওয়ার কথা রয়েছে দু’দেশের মধ্যে। যৌথ বিবৃতিতেও চেষ্টা থাকবে দ্বিপাক্ষিক বকেয়া বিষয়গুলি নিয়ে জট ছাড়ানোর। তারই মধ্যে বেশ কিছু বিষয়কে আলোচনা এবং যুগ্ম বিবৃতির অন্তর্ভুক্ত করতে চাইছে বাংলাদেশ। রোহিঙ্গা সমস্যা যার অন্যতম। হাসিনা ভারতে নামার তিন দিন আগে ঢাকার সূত্র জানাচ্ছেন, ‘বাংলাদেশ ছাড়াও ভারত-সহ এই গোটা অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটে আজ না হোক কাল ভুক্তভোগী হবে। তারা নির্বিঘ্নে নিজেদের দেশে ফিরে গেলে ভারতেরও মঙ্গল। ভারত ইদানীং রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চ থেকে মায়ানমার প্রশ্নে অনুপস্থিত থাকার কূটনীতি অবলম্বন করেছে। কিন্তু মনে রাখতে হবে, রোহিঙ্গা শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের বিপদের কারণ।’ পাশাপাশি বলা হচ্ছে, ভারত থেকে সীমান্ত টপকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। ভারতকে অনুরোধ করা হবে, বিষয়টির দিকে নজর রাখার জন্য।সবমিলিয়ে হাসিনার ভারত সফর ঘিরে কৌতূহলী আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

Loading