October 5, 2025

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে জেরা নিয়ে তীব্র কটাক্ষ অধীরের

সোমালিয়া ওয়েব নিউজ টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর বেরিয়েই এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন অভিষেক। আর এমনই দিনে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। এদিন অধীর চৌধুরি বলেন, ‘দিদি-মোদি সেটিং হয়ে গেছে, ভাইপোর ভয় পাওয়ার কিছু নেই,  ভাইপোকে মিস্টার ক্লিন সাজিয়ে আবার ময়দানে নামানোর চেষ্টা।’প্রসঙ্গত, কয়লাকাণ্ডে  ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, ‘আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে যে, ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।’এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন,দিদি ও মোদি সেটিং হয়ে গেছে।

Loading