সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিভা এমন একটা জিনিস যেটা কখনোই চেপে রাখা যায় না। দরকার একটা সুযোগের, সেটা কেউ পায় আবার কেউ পায় না। যখনই সুযোগ পায় তখনই তাদের সুপ্ত প্রতিভার ঝলক দেখে চমকে ওঠে উপস্থিত দর্শকরা। এই দৃষ্টান্ত বারবার দেখা গেছে। এতদিন ফাইভ স্টার হোটেলের ঝাঁ চকচকে ব্যাঙ্কোয়েটে পেশাদার মডেলদের র্যাম্প ওয়াক করতে দ্যাখা যেত। সম্ভবত এই প্রথম কলকাতার জ্ঞান মঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের র্যাম্প ওয়াক করতে দেখে চমকে গেলো উপস্থিত দর্শকরা। সৌজন্যে
কলকাতার লেকটাউনের ডি’উইশ মাল্টিডিসিপ্লিনারি থেরাপি সেন্টার।কি হতে চলেছে সেটা হয়তো উপস্থিত দর্শকরা জানতো না। তারা শুনেছিল জ্ঞান মঞ্চে ব্লু সোলস্ ফেস্টিভ্যাল নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম শুনে তারা ভেবেছিল নীল আকাশের উজ্জ্বল নক্ষত্রের মত সাংস্কৃতিক জগতের এক ঝাঁক নক্ষত্র হয়তো তাদের কোনো শিল্পকলা প্রদর্শন করবে। তাদের ভাবনার মাঝে জ্বলে ওঠে রঙিন আলো, বেজে ওঠে মৃদু বাজনা। তারপর দর্শকদের চমকে দিয়ে মঞ্চে র্যাম্প ওয়াকে মেতে ওঠে একদল ছেলেমেয়ে। জানা যায় ওরা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ে। একের পর জনা পঁচিশ ছেলেমেয়ে মঞ্চে আসছে, পেশাদার মডেলদের ভঙ্গিতে নিজেদের মেলে ধরছে, ফিরে যাচ্ছে নির্দিষ্ট জায়গায়। অবাক বিষ্ময়ে ওদের পারফরম্যান্স দেখতে দেখতে হাততালি দিতে ভুলে যায় দর্শকরা। চমক ভাঙার শেষে হাততালিতে ভরে যায় গোটা হলঘর। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংস্হার উপস্থিত কর্মকর্তাদের চোখ দিয়ে গড়িয়ে পড়ে সাফল্যের জল। খুশি হয় ওদের অভিভাবকরাও। শুধু র্যাম্প শো নয় ওরা নৃত্য-গীতও পরিবেশন করে। ছেলেমেয়েদের অপূর্ব পরিবেশনার জন্য অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। কে বলবে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক