October 6, 2025

জাল জাতিগত শংসাপত্র দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ হুগলির কোন্নগরে

সোমালিয়া সংবাদ, হুগলি: হুগলির কোন্নগর পৌরসভার বেরিয়ে এল আরেক দুর্নীতি। জাল জাতিগত শংসাপত্র দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন কোন্নগর পৌরসভার বর্তমান পৌরপ্রধান স্বপন দাস। অভিযোগের নিশানায় রয়েছেন ওই পৌরসভারই প্রাক্তন পৌরপ্রধান। পৌরসভা সূত্রে খবর, ৯ বছর আগে কোন্নগর পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছিলেন মনোজ সাহা নামক এক ব্যক্তি। বর্তমান পৌরপ্রধানের অভিযোগ, জাল শংসা পত্র দিয়ে চাকরি পেয়েছেন ওই ব্যক্তি। সেই শংসাপত্র দিয়েছিলেন তৎকালীন পুরোপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি। যদিও এই অভিযোগ নস্যাৎ করেন দুই অভিযুক্তই। বর্তমান পুরপ্রধান স্বপন দাস জানান, মাস কয়েক আগেই তিনি পুরপ্রধানের পদে দায়িত্বভার নিয়েছেন। কাজের নিয়ম হবার পরেই তিনি পুরাতন কর্মীদের সার্ভিস রেকর্ড পরীক্ষা করতে শুরু করেন। তখন তিনি দেখতে পান ২০১৩ সালের মনোজ সাহার নিয়োগ পত্র। যে পদে তাকে নিয়োগ করা হয়েছিল সেটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত মনোজ সাহা তপশিলি জাতির অন্তর্ভুক্ত নয়। পুরোপ্রধান আরও জানান, শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে জানানো হয়েছিল, জানা গিয়েছে মনোজ সাহার তপশিলি জাতির শংসাপত্র টি বাতিল করা হয়েছিল মহাকুমা শাসকের দপ্তর থেকে। তাঁর অভিযোগ, প্রাক্তন পুরপ্রধানের মদতেই এই দুর্নীতি হয়েছে। সেই মর্মে তিনি উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন দুই দিন আগে। এই বিষয়ে প্রাক্তন পৌরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি জানান, অভিযুক্ত মনোজ সাহা যখন চাকরিতে যোগ দেন তিনি তখন পুরপ্রধান ছিলেন না। তিনি আরও বলেন তিনি জাতিগত সংশাপত্র দেওয়ার কেউ নয় তার জন্য সংশ্লিষ্ট দফতর আছে। যদি কেউ অন্যায় প্রমাণ করতে পারেন তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক।

Loading