October 6, 2025

রিয়ালিটি শো-গুলিতে সংগীত শিল্পীদের দক্ষতার বিকাশ না হওয়া বিরক্ত প্রকাশ করলেন সোনু নিগম

সোমালিয়া ওয়েব নিউজ: নাচ, গান, রোমান্স আর কমেডি, বাংলা-হিন্দি রিয়ালিটি শো-গুলিতে এখন সমস্ত উপকরণই ভরপুর মাত্রায় পাবেন। দর্শকদের বিনোদনের জন্য এতটুকু খামতি রাখতে চাইছে না চ্যানেলগুলো। রিয়েলিটি শো গুলি যাতে টিআরপি টপার হয় তার জন্য দর্শকদের চাহিদা বুঝে সেরকমভাবেই উপস্থাপন করা হচ্ছে। কখনও সখনও এতে প্রতিযোগিতার বিষয়বস্তুটাই হয়ে পড়ে গৌণ, টেলিভিশনের পর্দা জুড়ে থেকে যায় শুধুই রোমান্স।
টেলিভিশনের এই ট্রেন্ড নিয়ে বেজায় আপত্তি রয়েছে বলিউডের প্রখ্যাত গায়ক সোনু নিগমের। তিনিও একাধিক বাংলা এবং হিন্দি রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। রিয়েলিটি শো গুলোতে প্রতিযোগিতার নামে কী চলে তা ভালমতই জানেন সোনু নিগম। সেই রিয়েলিটি শো নিয়েই তিনি এবার চাঁচাছোলা কথা বললেন। প্রবাদপ্রতিম গায়ক হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রির প্রতি অনেক অভিমান জমে রয়েছে সোনু নিগমের মনে। বহু আগে তিনি বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন আর তিনি সিনেমাতে প্লে-ব্যাক করেন না। কিছু কিছু রিয়েলিটি শো-তে বিচারক হিসেবে তাকে দেখা গিয়েছে বটে কিন্তু রিয়েলিটি শোয়ের নিয়মের সঙ্গে তার নিয়ম খাপ খায় না, সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।
সোনু নিগম তার সাক্ষাৎকারে বিরক্তি উজাড় করে দিয়ে বলেছেন যুগের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে অনেক কিছুই বদলে গিয়েছে। এত বছর ধরে গান করে তিনি বিখ্যাত হয়েছেন। এখনকার সংগীত পরিচালকরা কিনা তাকেই গান গাওয়ার জন্য অডিশন দিতে বলেন। তার পক্ষে এটা বেশ অপমানজনক লেগেছে।তাই তিনি নিজেকে বলিউড থেকে সরিয়ে নিয়েছেন।

Loading