সোমালিয়া ওয়েব নিউজ: চীনা গেমিং অ্যাপ পাবজিকে চ্যালেঞ্জ নতুন লঞ্চ হওয়া ভারতীয় গেম ফৌজির(FAU-G)। ভারতীয় সেনাবাহিনীর নামে এই গেম ভারতীয় সেনাদের মতই দাপট দেখিয়ে গেমের বাজারে শুরুতেই বাজিমাত করল। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভারতের ৭২ তম সাধারণতন্ত্র দিবসের দিন এই গেম লঞ্চ হয়েছে। আর প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, মুক্তির মাত্র তিন ঘন্টার মধ্যেই গুগল প্লে স্টোর থেকে ২০ লক্ষের বেশী মানুষ এই গেমিং অ্যাপ ডাউনলোড করেছেন। এছাড়াও আত্মপ্রকাশের আগে ৪০ লক্ষেরও বেশি মানুষ প্রি-রেজিস্ট্রেশন করেছিলেন। এই গেমটি তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থা এনকোর গেমস। এই গেমের মধ্যে মূলত ভারতীয় সীমান্তে নজরদারিতে থাকা ভারতীয় সেনাবাহিনীর জীবনযাত্রা দেখানো হয়েছে। কিভাবে শত্রুপক্ষের সঙ্গে ভারতের সেনারা লড়াই করেন তাই এই গেমে তুলে ধরা হয়েছে। মূলত ভারতীয় সেনাবাহিনীর বীর লড়াই এই গেমের মূল বিষয়বস্তু। তাই এর সঙ্গে ভারতের মানুষ নিজেদের জাতীয়তাবোধ ও হৃদয়ের যোগ খুঁজে পাচ্ছেন। উল্লেখ্য, লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার সঙ্গে চীনের লালফৌজের সংঘর্ষের পর চীনা গেমিং অ্যাপ পাবজি নিষিদ্ধ করে ভারত সরকার। তারপরই বিকল্প গেমের সন্ধানে ছিলেন পাবজির অনুরাগীরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে বেঙ্গালুরুর সংস্থা এনকোর গেমস এই গেমটি তৈরি করে। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এই গেমের ট্রেলার লঞ্চ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই গেম থেকে যে লাভ হবে তার কুড়ি শতাংশ Bharat ki Veer ট্রাস্টে দান করবেন। এই গেমের প্রথম এপিসোডে দেখানো হয়েছে গালওয়ান উপত্যকার কাহিনী। অন্যান্য এপিসোডেও আগামী দিনে কারগিলের যুদ্ধ, ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি দেখানো হবে বলে জানা গেছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর