December 1, 2025

রাজ্যে ১২টি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে বিজেপি যে পাখির চোখ করে এগিয়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের ছোট-বড়-মাঝারি সমস্ত নেতাই এখন পশ্চিমবঙ্গ সফরে ব্যস্ত। যে কোন অনুষ্ঠানে কর্মসূচিতে বিজেপির বিভিন্ন মন্ত্রী এ রাজ্যে উপস্থিত থাকছেন। একই দিনে সরকারি-বেসরকারি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। জনসভার পাশাপাশি রোড শো-তেও অংশগ্রহণ করছেন। এছাড়া দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর জনসভা ও রোড শো-তো রয়েছেই। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্তরের বিজেপি নেতা ও সাংসদ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে চলেছেন। তাঁদের একটাই লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যের ক্ষমতার মসনদে বিজেপিকে প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যে এবার সরাসরি লড়াইয়ে নামতে চলেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে,  ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই এ রাজ্যে বড় বড় জনসভা করবেন তিনি। আপাতত ঠিক হয়েছে বিজেপির জয়ের সম্ভাবনা আছে এরকম এলাকাতে মোট ১২ টি জনসভা করবেন। পরবর্তীকালে এই সভার সংখ্যা কমবেশি হতে পারে। জানা গেছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়েছে এর জন্য বড় বড় মাঠ স্থির করতে। একটি জনসভা যাতে একাধিক বিধানসভা ও একাধিক জেলাকে কেন্দ্র করে হতে পারে তার ব্যবস্থা করতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ রাজ্যে আসতে চলেছেন। তিনিও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক জনসভা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আপাতত এই দুই নেতাকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বলিউডের সুপারস্টারদের জনসভা তো রয়েছেই। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এখন জয় ছাড়া আর কিছু ভাবতে নারাজ। তাই তাঁরা একেবারে অলআউট লড়াইয়ে নামার জন্য ঘুঁটি সাজিয়ে চলেছেন। এখন দেখার তাঁদের এই পরিকল্পনা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কতটা সাফল্য আনে।

Loading