October 6, 2025

নেটদুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ, নতুন ছবি ‘পাঠান’ ঘিরে উন্মাদনা শাহরুখ অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি পাঠান আসতে চলেছে।তার আগে বলিউডের কিং খান নিজের একটি শার্টবিহীন ছবি শেয়ার করেছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ছবিটি শেয়ার করে ‘পাঠান’ মুক্তির আগে তার ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন কিং খান।ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘ম্যায় হুন না’। তার এই ছবিতে অনেকে কমেন্টে করেছেন। এমনকি স্ত্রী গৌরী খানও করেছেন কমেন্ট। যেখানে তিনি মজা করে লিখেন, ‘হে ঈশ্বর! এখন সে তার শার্টের সঙ্গেও কথা বলছে।’তবে কিং খানকে এভাবে দেখে শুধু অনুরাগীরা নয়, রীতিমতো চমকে গেছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে শুরু করে গোটা বলিউড। আবারও বড় পর্দায় তার ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই। এমনকি নিজেকে বড় পর্দায় দেখার জন্য প্রতীক্ষায় স্বয়ং শাহরুখ খানও। সম্প্রতি ‘পাঠান’ ছবির টিজার প্রকাশ পায়। যেখানে আলো আঁধারের মাঝে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতে তার লম্বা চুলের নতুন লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল।ধারণা করা হচ্ছে, সিনেমায় শাহরুখ-দীপিকা জুটি ফের ম্যাজিক ছড়াতে আসছেন। তবে তার বাস্তব সত্যতা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। আশা করা হচ্ছে, ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ ছবি। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।সবমিলিয়ে আবারও শারুখ ম্যাজিক দেখা যাবে সিনেমার পর্দায়।

Loading