October 6, 2025

যুদ্ধরত অবস্থায় ভায়োলিন বাজাচ্ছেন ইউক্রেন সেনা, ভিডিও ভাইরাল নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেনের এক মিউজিয়ান যোগ দিয়েছিলেন যুদ্ধে। সেনার পোশাকে যুদ্ধক্ষেত্রেই রয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই ভায়োলিন বাজিয়েছেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে দেশের দুর্দিনে যুদ্ধে নামা ওই মিউজিশিয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন নেট মহল।
ইউক্রেনের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী অ্যান্টন গেরাশেঙ্কো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করার পর তা দেখা হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ বার। সেই ভিডিয়ো শেয়ার করে অ্যান্টন লিখেছেন, “স্ট্রিট মিউজিশিয়ান মইজে বনদারেঙ্কো এখন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। যুদ্ধের ফ্রন্টলাইনে থাকার সময়ই ভায়োলিন বাজিয়েছেন তিনি। শুনে দেখুন কী সুন্দর সেই সুর।ভিডিয়োয় দেখা গিয়েছে, বনদারেঙ্কো নামের ওই ব্যক্তি রয়েছেন সেনার পোশাকে। এক মাঠের মধ্যেই দাড়িয়ে রয়েছেন তিনি। মাঠেই দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছেন তিনি। সেই সুর সঙ্গীত প্রিয়দের মন নিশ্চিত ভাবে মুগ্ধ করবে।

Loading