সোমালিয়া সংবাদ, গোঘাট: ডাকাত দলকে ধরে সাহসিকতার পরিচয় দেওয়ায় গোঘাটের খাটুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সম্বর্ধনা দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সিংয়ের নির্দেশে শুক্রবার সন্ধেয় গোঘাট থানায় তাঁদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, গোঘাট থানার ওসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায় প্রমূখ। পুলিশ সুপার আমনদীপ সিং আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডলের হাত দিয়ে খাটুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির জন্য একটি শংসাপত্র পাঠান। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে তা খাটুল ব্যবসায়ী সমিতির হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ডানকুনির একটি সোনার শোরুমে প্রায় ২৫ কেজির মতো সোনার জিনিস ডাকাতি হয়। তারপর তারা একটি যাত্রীবাহী বাসের মধ্যে ঢুকে বাঁকুড়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাসের মধ্যেও হার ছিনতায়ের সময় এক মহিলা চিৎকার করে ওঠে। তখনই তারা গোঘাটের খাটুল বাজারে এলাকায় বাস থেকে নেমে ছুটে পালানোর চেষ্টা করে। তবে খাটুল বাজার কল্যাণ সমিতির সদস্যরা চরম সাহসিকতার পরিচয় দিয়ে চার ডাকাতকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার ওসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সেখানে ছুটে যান আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, এসডিপিও অভিষেক মন্ডল প্রমূখ । ওই ডাকাত দলের ব্যাগ থেকেই বেরিয়ে আসে প্রায় ২৫ কেজি সোনার গহনা। সেইসঙ্গে একাধিক আগ্নেয়াস্ত্র। আর পুরো ডাকাত দলকে ধরে সমস্ত জিনিসপত্র উদ্ধার সম্ভব হয় খাটুল বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের তৎপরতায়। আর তাই সেই সাহসিকতার জন্যই তাঁদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে খাটুল বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সনাতন দাস বলেন, আমাদের ব্যবসায়ী সমিতির সদস্যরা নিজেদের প্রাণ বাজি রেখে ডাকাতদেরকে ধরেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এ ব্যবসায় সমিতিকে সম্বর্ধনা দিয়ে সেই স্বীকৃতি দেওয়ায় আমরা অত্যন্ত খুশি। পাশাপাশি তাঁরা আমাদের খাটুল বাজারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। এতে আমরা আপ্লুত। অন্যদিকে আরামবাগ এসডিপি অভিষেক মন্ডল বলেন, ওইদিন খাটুল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা যেভাবে ওই ডাকাত দলকে ধরতে সাহায্য করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আর তাই হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সিংয়ের নির্দেশে তাঁদেরকে এদিন সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি ওনাদের হাতে পুলিশ সুপারের পাঠানো একটি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি