সোমালিয়া সংবাদ, আরামবাগ: ডিশ টিভি ও কেবল টিভির জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে রেডিওর চাহিদা কমতে শুরু করেছিল। হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চলে আসার পর সেই বিক্রি একেবারে তলানিতে চলে গিয়েছে। তবুও প্রতিবছর মহালয়ার আগে রেডিও কেনার চাহিদা অনেকটাই বেড়ে যায়। সারা বছর অল্প অল্প বিক্রি হলেও দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে অনেকেই রেডিওর দোকানে নতুন রেডিও কেনার জন্য ভিড় করেন। আর যাদের পুরনো রেডিও থাকে তাঁরাও মেরামত করার জন্য দোকানে পৌঁছান। গত কয়েকদিন ধরে আরামবাগ মহকুমাজুড়ে রেডিওর দোকানগুলিতে সেই চিত্রই দেখা গেল। রেডিওর দোকানগুলিতে এখন রেডিওর পাশাপাশি বিভিন্ন রকমের জিনিস রাখতে বাধ্য হয়েছেন দোকানদাররা। কারণ শুধুমাত্র রেডিও বিক্রি করে এখন আর সংসার চালানো সম্ভব নয়। তাই রেডিওর পাশে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্রও স্থান পেয়েছে। আরামবাগ শহরের চার নম্বর ওয়ার্ডের দোকানদার প্রভাস পাল বলেন, সারা বছর দু-একটা করে রেডিও বিক্রি হয়। কিন্তু এই মাসখানেক সেই বিক্রি অনেকটাই বেড়ে গেছে। অনেকেই আসলে এই সময় রেডিওতে মহালয়া শুনতে চান। টিভিতে যতই অত্যাধুনিক মহালয়া দেখানো হোক না কেন রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা শোনা একটা আলাদা অনুভূতি। তাই শুধুমাত্র বয়স্করাই নন, এখন অনেক অল্পবয়সীরাও মহালয়া শোনার জন্য রেডিও কিনে কিনছেন। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে বেশিরভাগ পরিবারেই বয়স্করা গুরুত্বহীন হয়ে পড়েছেন। বাড়ির মেয়েদের সিরিয়াল দেখার চাপে টিভির সামনে বসার সুযোগ তাঁদের অনেকেরই হয় না। তাই তাঁরা এখনও রেডিও নিয়েই থাকেন। আর এক দোকানদার কাজল রায় বলেন, আমরা জানি এই সময়টা রেডিও বেশ কিছু বিক্রি হয়। প্রতিবছরই এই প্রবণতা দেখা দেয়। তাছাড়া অনেকেই এখন অ্যান্ড্রয়েড মোবাইলের থেকে রেডিওতে গান শোনা বেশি পছন্দ করছেন। বিভিন্ন এফএম চ্যানেলে সুন্দর সুন্দর গান হয়। সেগুলোও অনেকে শুনতে ভালোবাসেন। তাই গত কয়েক বছরের তুলনায় এই বছর দুয়েক হল রেডিও বিক্রি কিছুটা বেড়েছে। খানাকুলের হেলানের বাসিন্দা সঞ্জীব মালিক বলেন, আমি কিন্তু রেডিও শুনতেই বেশি ভালবাসি। নিজের পছন্দমত গান শোনার থেকে হঠাৎ হঠাৎ নতুন-পুরনো গান কানের কাছে নিজে থেকে ভেসে আসবে তার আনন্দটাই আলাদা। বর্তমান প্রজন্মের অনেকেরই সেই আনন্দ উপলব্ধি করার ক্ষমতা নেই। যাদের আছে তারা এখনও রেডিও ভালবাসেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি