সোমালিয়া ওয়েব নিউজ: এবার কোনোভাবেই একজন LPG গ্রাহক বছরে ১৫ টির বেশি সিলিন্ডার নিতে পারবেন না। পাশাপাশি, এক মাসে দু’টির বেশি সিলিন্ডারও পাওয়া যাবে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও ঘরোয়া কাজে ব্যবহৃত ভর্তুকিহীন LPG গ্রাহকেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার পেয়ে যেতেন।এই প্রসঙ্গে সিলিন্ডার ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন যে, এই রেশনিংয়ের ক্ষেত্রে সফটওয়্যারেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। এমনকি, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হয়েছে। মূলত, ঘরোয়া কাজে ব্যবহৃত ভর্তুকিহীন LPG সিলিন্ডারগুলি বাণিজ্যিক সিলিন্ডারগুলির তুলনায় সস্তা হওয়ায় সেগুলিকে বাণিজ্যিক কাজেই ব্যবহার করা হচ্ছিল। এমতাবস্থায়, এই অভিযোগের ভিত্তিতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে তিনটি তেল কোম্পানির গ্রাহকদের জন্য এই পরিবর্তন করা হয়েছে। যাঁরা ভর্তুকিযুক্ত ঘরোয়া LPG গ্যাসের আওতায় নথিভুক্ত রয়েছেন, তাঁরা এই ক্ষেত্রে বছরে বারোটি সিলিন্ডার পেতে পারবেন। যদিও, অতিরিক্ত প্রয়োজনে তাঁদের ভর্তুকিহীন সিলিন্ডার নিতে হবে। এতে রেশনিং ব্যবস্থাও রয়েছে।ডিস্ট্রিবিউটরদের মতে রেশনিংয়ের আওতায় একটি সংযোগে মাসে মাত্র দু’টি সিলিন্ডার নেওয়া যায়। কিন্তু কোনো অবস্থাতেই এই সংখ্যা বাৎসরিক পর্যায়ের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সংখ্যার বেশি হওয়া যাবে না।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর