সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের সেরা সুন্দরী ঐশ্বর্য রাইকে তামিল ছবিতে দেখা যাবে। তা নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। বলিউডের যুবরাজ অভিষেক বচ্চনকে বিয়ে, লাইমলাইট সবসময় ঐশ্বর্যর উপরেই থাকত। কিন্তু মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে নিজেকে সরাতে থাকেন তিনি। বহুদিন কোনো ছবিতে দেখাও যায়নি তাঁকে। অবশেষে যখন কামব্যাক করলেন তখন আর হিন্দি নয়, তামিল ছবির হাত ধরে।পরিচালক মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভন’ ছবিতে রানীর ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যকে। তাঁর রাজকীয় লুকের প্রথম ঝলকেই মুগ্ধ দর্শকরা। দক্ষিণের বেশিরভাগ ছবির মতো এটিও বড় বাজেটের ‘ম্যাগনাম ওপাস’ হতে চলেছে। জানা যাচ্ছে, প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের ছবি পন্নিয়িন সেলভন। কামব্যাক ছবিতে ঐশ্বর্য কত পারিশ্রমিক নিচ্ছেন জানলে চমকে যাবেন।পন্নিয়িন সেলভন ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জয়রাম রবি। জনপ্রিয় তামিল অভিনেতা এই ছবির জন্য নিয়েছেন আনুমানিক ৮ কোটি টাকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তৃষা কৃষ্ণন, ঐশ্বর্য লক্ষ্মী, কার্তি, প্রকাশ রাজ, প্রভু, শোভিতা ধুলিপালার মতো অভিনেতা অভিনেত্রীদের।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল