সোমালিয়া ওয়েব নিউজ: জাহাজ গভীর সমুদ্রেই চলাচল করে। কিন্তু, সেটা কি কখনও আকাশেও ভেসে বেড়াতে পারে?
প্রথমবার শুনে অবশ্যই অদ্ভুত মনে হলেও এবার ঠিক সেইরকমই এক দৃশ্য প্রত্যক্ষ করেছেন ডেভিড মরিস নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি সেই অবাক করা দৃশ্যটি ক্যামেরাবন্দিও করে ফেলেন। যে ছবিটি দেখে চোখ কপালে উঠেছে সবার। জানা গিয়েছে, ইংল্যান্ডের কর্নওয়ালে ফ্যালমাউথের কাছে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি শূন্যে ভাসমান অবস্থায় একটি বিরাট জাহাজকে দেখতে পান।
স্বাভাবিকভাবেই, প্রথমবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে অবাক হয়ে যান তিনি। যদিও, ওই ঘটনার পেছনে রয়েছে এক চমকপ্রদ বৈজ্ঞানিক কারণ। মূলত, মরীচিকার মতো কারণেই এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে, মরু অঞ্চলের পাশাপাশি ব্রিটেনেও শীতকালে এই বিরল মরীচিকা দেখা যায়। যার ফলে আমাদের দৃষ্টিভ্রম ঘটে। এই প্রসঙ্গে আবহাওয়াবিদ ডেভিড ব্রাইন জানিয়েছেন যে, মরীচিকা মতো কোনও প্রাকৃতিক কারন একাধিক চিত্র তৈরি করতে পারে। শুধু তাই নয়, এর ফলে দূরবর্তী জাহাজকে তার আসল অবস্থান থেকে উঁচুতে ভাসতে দেখার পাশাপাশি কখনও কখনও দিগন্তসীমার নিচেও কোনো বস্তু দৃশ্যমান হয়ে যেতে পারে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন