October 6, 2025

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্রের লড়াই

সোমালিয়া ওয়েব নিউজ: জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিতেই তারা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ওই দুই দেশ।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিতেই তারা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ সং‌স্থা সূত্রে খবর, দু’টি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। আচমকাই উত্তর কোরিয়া ঘাতক হামলা হেনে বসল জাপানের উপর। জাপান সূত্রে খবর, একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সেটি সিওল, টোকিওর উপর দিয়ে গিয়েছে বলেও দাবি জাপানের। স্বাভাবিক কারণে হঠাৎ কোনও কার্যকারণ ছাড়া এই হামলার কথা শুনেই নড়েচড়ে বসে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। শেষ বার, ২০১৭ সালে জাপানের উপর দিয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। তখন আমেরিকার সঙ্গে নানারকম সমস্যা তৈরি হয়েছিল উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সে দেশের প্রশাসনের চোখে ধরা পড়েছে, একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র জাপানের মুইয়ং-রি এলাকা থেকে গিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতিপথ ছিল পূর্ব দিকে। সে দেশের সেনাপ্রধান জানিয়েছেন, ঘটনাক্রমের দিকে পূর্ণ নজর রাখছে প্রশাসন। পাশাপাশি প্রস্তুত থাকা হচ্ছে। আমেরিকার প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার খবরে শিলমোহর দিয়েছে জাপানের প্রশাসন। সে দেশের পক্ষ থেকেও বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে, পাশাপাশি তৈরি রয়েছে সে দেশের সেনা।

Loading