সোমালিয়া সংবাদ, আরামবাগ: একই গ্রামের দুই পুজো কমিটির মধ্যে বারংবার দ্বন্দ্ব। আর প্রতিমা বিসর্জনের পরেই এক পুজো কমিটির সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা আরামবাগের ডিহিবায়রা গ্রামে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ একজনকে আটক করেছে। মৃত ওই যুবকের নাম সাগর থান্ডার (২০)। বাড়ি ডিহিবায়রা গ্রামেই। জানা গেছে, সাগর স্থানীয় ডিহিবায়রা মনসামাতা মিলন সংঘ ক্লাবের সদস্য। ১৮ বছর ধরে এই ক্লাব দুর্গাপুজোর আয়োজন করে আসছে। কিন্তু স্থানীয় পানপাড়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে সেখানকার মানুষজন এবছর থেকে নতুন করে পৃথকভাবে দুর্গাপুজো শুরু করেছে। আর তারই জেরে চাঁদা কাটা থেকেই দুইপুজো কমিটির মধ্যে গ্রামে দ্বন্দ্ব চলছিল। এরপর বুধবার পানপাড়া পুজো কমিটি স্থানীয় দিঘির প্রধান ঘাটে বিসর্জন দিতে চাইলে আপত্তি জানায় মনসামাতা মিলন সংঘ ক্লাবের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের বক্তব্য, যেহেতু ওই ঘাটটি তাঁরা স্নানের জন্য ব্যবহার করেন তাই ওখানে বিসর্জন দেওয়া যাবে না। বুধবার রাতে এই নিয়ে দুই পুজো কমিটির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় উভয় পক্ষের একজন করে আহত হন বলে প্রত্যেকেরই দাবি। খবর পেয়ে আরামবাগ থানার বিশাল বাহিনী সেখানে উপস্থিত হয়। তাদের উপস্থিতিতেই উভয় পক্ষের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। রাত্রি সাড়ে বারোটা নাগাদ হঠাৎই মিলন সংঘ ক্লাবের কাছ থেকেই ওই ক্লাবের সদস্য সাগর থান্ডারকে গুরুতরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথার ডান দিকে ভারি বস্তুর আঘাত ছিল। পরিবারের লোক ও ক্লাবের সদস্যরা তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক তাঁকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় সাগরের। সাগরের মা দীপা থান্ডার ও মামা সুন্দর বাগের দাবি, পানপাড়া পুজো কমিটির সদস্যরা তুলে নিয়ে গিয়ে সাগরকে খুন করেছে। যদিও পানপাড়া পুজো কমিটির পক্ষে শানু পান জানান, বিসর্জন নিয়ে উভয় পক্ষের গন্ডগোল হলেও সাগরের মৃত্যু নিয়ে তাঁরা কেউ কিছু জানেন না। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, যেহেতু প্রধান সড়কের পাশেই সাগর জখম অবস্থায় পড়েছিল তাই বিষয়টি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি