October 5, 2025

একেই বলে দেশপ্রেম, তিন ছেলেকেই দেশের জন্য যুদ্ধে পাঠালেন বাবা

সোমালিয়া ওয়েব নিউজ: নিজের তিন ছেলেকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। সেখানে তারা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবেন।এমন টাই জানা গেলো সংবাদ সূত্রে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর একটি দলের নেতৃত্ব দিচ্ছেন কাদিরভ। এর আগে তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডারের কাছ থেকে তার পদক কেড়ে নেওয়া উচিত এবং তাকে সম্মুখ যুদ্ধে পাঠানো উচিত। সে সময় তিনি কর্নেল-জেনারেল আলেকজান্ডার ল্যাপিনের সমালোচনা করেছিলেন।টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কাদিরভ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, চেচেন নেতার তিন ছেলে- আখমত (১৬), এলি (১৫) এবং অ্যাডাম (১৪) অস্ত্র চালাচ্ছে। তিনি লিখেন, তারা শিগগিরই কন্টাক্ট লাইনের সবচেয়ে কঠিন ধাপে যাচ্ছে।তিনি জানান, এই কিশোররা অল্প বয়স থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে তামাশা করছেন না তিনি। তার মতে, তাদের এখন সত্যিকার যুদ্ধে নিজেদের প্রমাণ করার সময়। তিনি কেবল তাদের এই ইচ্ছাকে স্বাগত জানাতে পারেন।সবমিলিয়ে চেচেন নেতার এই সিদ্ধান্তকে স্বাগত জানায় দেশবাসি।

Loading