October 6, 2025

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে লক্ষ্মীপুজো

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতি বছরের মতো এই বছরও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রীতি মেনে মা লক্ষ্মীর পুজো করেন।
প্রথম থেকেই তিনি খুব একটা জাকজমক পুজো করে এসেছেন এমনটা নয়। যখন যেমন তখন তেমন। পুজোর পর কয়েকটা দিন তাঁর কাটে কলকাতাতেই। তিনি বেরিয়ে যান সিঙ্গাপুরে। সেখানে গিয়ে লক্ষ্মী পুজো থেকে বিরতে থাকলেন না ঋতুপর্ণা। প্রতিবছরই এইদিনটি তিনি নিজের মতো করেই পালন করেন।এবার ছোট্ট প্রতিমা ও স্বল্প আয়োজনেই পুজোয় বসলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও। পরণে শাড়ি, হাতে পুজোর থালা, সেখানেই বসানো লক্ষ্মী প্রতিমা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা কমেন্টে ভরে গেল। দুর্গা পুজো বেশ হই হই করেই কাটে তাঁর। রানী মুখোপাধ্যায়ের সঙ্গে মাতৃপ্রতিমা দর্শন থেকে শুরু করে সিঁদুর খেলা, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো সবটাই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। তাঁর অভিনয় একটা সময় ব্যাপক সারা ফেলে ছিলো। তাই তাঁর অনুরাগীর সংখ্যাটা কম নয়।পাশাপাশি আবারও আগের মতো ঋতুপর্নাকে বড়ো পর্দা দেখা যাবে তাকে।এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই খুশি ভক্তরা। সবমিলিয়ে তাঁর লক্ষ্মী পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল পড়ে যায়।

Loading