সোমালিয়া ওয়েব নিউজ: বিবাহিত জীবনের ১০ বছরের পূর্তি। সইফের সঙ্গে বিয়ে হয়েছিল করিনার ২০১২ সালে, সেই সূত্রেই পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি বিশেষ করে তুলতে তিনি তড়িঘড়ি ফিরে এলেন। সঙ্গে দিওয়ালি তো রয়েছেই।করিনা কাপুর খান ও সইফের সম্পর্কের সূত্রপাত ঘটে তখন ছবিতে শুটিং করার সময়। সেই ছবির সেটেই প্রথম একে অন্যের কাছাকাছি আসা। এরপর বাড়ে ঘনিষ্ঠতা। মাঝে শাহিদ কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় সম্পর্কের গভীরতা বেড়ে যায় আরও। সব মিলিয়ে রীতিমত বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন সইফ ও করিনার সম্পর্ককে ঘিরে। খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে জানানো হয়েছিল, সইফ ডিভোর্স করেছেন, এমন ছেলেকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যায়। তবে তা যে ভুল প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। করিনা কাপুর খান বলিউডে একের পর এক ভাল কাজ করে চলেছেন। যদিও তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি লাল সিং চাড্ডা সেভাবে বক্স অফিসে ভাল ফল করতে পারেনি।তবে সে সকল উপদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন করিনা কাপুর ও সইফ। শোনা গিয়েছিল, ছোটবেলায় সারা আলি খানও বেশ উৎসাহী ছিলেন এই বিয়েকে নিয়ে। নিজেই মা অমৃতার কাছে জানতে চেয়েছিলেন তিনি এই অনুষ্ঠানে কী পরবেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা দূরত্ব বাড়ে করিনা ও সারার। যদিও সইফ দুই পরিবারের মধ্যেই বেশ সুন্দর ব্যলন্স বজায় রাখার চেষ্টা করে চলেছেন। তবে এবার সপরিবারে সেলিব্রেশন হবে পাতৌদি পরিবারে।সবমিলিয়ে তাদের দশ বছরের বিবাহিত জীবনের পূর্তি ঘিরে কৌতূহলী অনুরাগীরাও।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল